ডোনাল্ড ট্রাম্প খলনায়ক : মাহাথির মোহাম্মদ
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব মাস্তান ও খলনায়ক বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের সময় তিনি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির বিরোধী জোটের প্রধান মাহাথির মোহাম্মদ বলেন, জেরুজালেমকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত জঙ্গিবাদের জন্ম দেবে। এই ঘোষণা মুসলমানদের উসকে দেওয়ার জন্য করা হয়েছে। এ সময় তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘অন্য কোথাও যান, যেখানে আপনার মতো কাউকে পাবেন।’ জেরুজালেম ইস্যুতে বিশ্বের সব মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েল বিরুদ্ধে এই স্বীকৃতির বিরোধিতা করারও আহ্বান জানান তিনি।
এ সময় বিরোধী জোটের আরেক নেতা মুহিউদ্দিন ইয়াসিন সরকারকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বন্ধের আহ্বান জানান।
গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার বিরোধিতা করার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরো সংকটময় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। জেরুজালেমের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ শঙ্কিত সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তাঁরা।
এর আগে বুধবার ইসলামী রাষ্ট্রগুলোর সংস্থা ওআইসি এক বিশেষ অধিবেশন থেকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতির জন্য বিশ্বের অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেরুজালেম পবিত্র ভূমি হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশেই গুরুত্বপূর্ণ। এর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের দ্বন্দ্ব বহু পুরোনো। ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। পাশাপাশি পূর্ব জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে বলে দেশটির নেতারা বলে আসছেন।
১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা অঞ্চলটি অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে।