সাবরিনা ইসলামের একক আলোকচিত্র প্রদর্শনী
ভ্রমণ মানুষকে আলোকিত করে। মনের গহিনে ছড়িয়ে দেয় এক মুগ্ধতা। অনেকেই সেসব ভ্রমণ নিয়ে ভ্রমণকাহিনী লেখেন। কেউ ছবি এঁকে সেই মুগ্ধতা প্রকাশের চেষ্টা করেন। আবার অনেক ভ্রমণপিপাসু মানুষ সেই সৌন্দর্যকে ক্যামেরায় ধারণ করে রাখেন বাকি দুনিয়ার জন্য।
আলোকচিত্রী সাবরিনা ইসলাম তেমনই একজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন তিনি। প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করেছেন। সেইসঙ্গে সৌন্দর্যের স্মারক হিসেবে ক্যামেরায় তুলে রেখেছেন সেই অপার সৌন্দর্যের সারাংশ। সেই ভ্রমণ আখ্যানের উল্লেখযোগ্য অংশ নিয়ে ১৬ মার্চ রাজধানীর দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হবে আলোকচিত্রী সাবরিনা ইসলামের তিন দিনব্যাপী একক ভ্রমণ আলোকচিত্র প্রদর্শনী।
‘ওয়ান্ডারলাস্ট’ শীর্ষক এই ভ্রমণ আলোকচিত্র প্রদর্শনীটি চলবে ১৮ মার্চ পর্যন্ত। ওয়ান্ডারলাস্ট বা ভ্রমণের উদগ্র আকাঙ্ক্ষা শীর্ষক প্রদর্শনীটি শুরু হয় ১৬ মার্চ। এদিন ধানমণ্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী আনোয়ার হোসেন।
প্রদর্শনীটি ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর স্থান
দৃক গ্যালারি
বাড়ি-৫৮, সড়ক-১৫এ(নতুন), ২৬ (পুরাতন),
ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা।