দিল্লি নির্বাচনের খণ্ড খণ্ড চিত্র
ভারতের দিল্লিতে দিনভর উত্তেজনা, প্রতিপক্ষ প্রার্থীদের পরস্পর দোষারোপ এবং গণমাধ্যমের তোড়জোর শেষ হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ভোট শেষ হওয়ায় আপাতত শান্ত দিল্লি। তবে ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশের আগ পর্যন্ত নানা জল্পনা চলতে থাকবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মনে।
বিধানসভা নির্বাচন নিয়ে দিনভর নানা তথ্য হালনাগাদ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। কয়েকটি গণমাধ্যম নির্বাচনের সময়ানুক্রমিক বর্ণনা তুলে ধরেছে। জি নিউজে উপস্থাপিত এমন বর্ণনাএনটিভির পাঠকদের জন্য ঊর্ধ্বক্রম অনুযায়ী তুলে ধরা হলো :
৬টা : বিধানসভা নির্বাচনের ভোট শেষ। তবে নির্ধারিত সময়ের পরও যারা কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন, তাঁদের ভোটের সুযোগ দেওয়া হয়েছে।
৫টা ৩০ : বিকেল ৫টা পর্যন্ত ৬৩.৪৬ শতাংশ লোক ভোট দিয়েছে বলে জানা গেছে।
৫টা : ভোটের সময় শেষ হওয়ার কিছু আগে এএপি ও বিজেপি-দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
৪টা ০১ : একটি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হরিশঙ্কর বলেন, নির্বাচনে ৭০ শতাংশের বেশি লোক ভোট দেবে।
৩ টা ৫১ : বিভিন্ন কেন্দ্রে ৫৩ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া যায়।
৩টা ২৫ : এক টুইটার বার্তায় কিরণ বেদি বলেন, ভোট নিয়ে লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
৩টা ০৫ : বিভিন্ন কেন্দ্রে বিপুল ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে।
২টা ৪৫ : বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর টুইট : দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন বেদি।
২টা ৩৫ : বিজেপির উত্তর-পূর্ব দিল্লি অঞ্চলের আইনপ্রণেতা মনোজ তিওয়ারির দাবি, ৪৩টির বেশি আসন পাবে তাঁর দল।
২টা ১০ : ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন, কেজরিওয়ালের টুইট।
১টা ৫০ : কিরণ বেদি দিল্লির কৃষ্ণনগরে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন, অভিযোগ কেজরিওয়ালের।
১টা ৪০ : নয়াদিল্লিতে কেজরিওয়ালের বিপক্ষ প্রার্থী নূপুর শর্মা অভিযোগ করে বলেন, এএপির কর্মীরা তাঁকে হেনস্থা করেছে। জবাবে এএপির নেতা সঞ্জয় সিং বলেন, এ ধরনের কিছু ঘটে থাকলে তাঁর (নূপুর) উচিত পুলিশের কাছে অভিযোগ করা। তিনি এ-ও বলেন, এএপির কর্মীরাই বরং দিল্লিতে আক্রমণের শিকার হয়েছে।
১টা ৩০ : ১টা পর্যন্ত ৩৫.৫ শতাংশ লোক ভোট দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
১টা ১০ : কেজরিওয়াল বলেন, বিজেপির কর্মীরা আশাহত। তারা জানে নির্বাচনে পরাজয় অপেক্ষা করছে। এটা একপাক্ষিক প্রতিযোগিতা।
১টা ০৫ : এএপির সাবেক ও বিজেপির বর্তমান নেত্রী সাজিয়া ইলমি বলেন, কারাওয়াল নগরে এএপির কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে। তিনি বলেন, এএপির কর্মীরা কেজরিওয়ালকে নিজেদের ঈশ্বর মনে করে। সে জন্যই এ ধরনের আচরণ করেছে।
১২টা ৫৫ : দিল্লিতে ধীরগতির ভোট। দুপুর ১২টা পর্যন্ত ২৪ শতাংশ লোক ভোট দেয়।
১২টা ৩৫ : এএপির কর্মীরা দুর্ব্যবহার করেছে, দাবি নূপুর শর্মার। তিনি বলেন, এএপির কর্মীরা একটি ভোটকেন্দ্রের সামনে প্রচারণায় অংশ নিচ্ছিল। এ নিয়ে জিজ্ঞাসা করতে গেলে তিনি লাঞ্ছিত হন।
১২টা ১৫ : অরবিন্দ কেজরিওয়ালের দাবি, দিল্লির বিভিন্ন আসনে জয়ের আশা ছেড়ে দিয়েছে বিজেপি।
১২টা ১০ : বিভিন্ন রাজনৈতিক দল টাকা ও মদ বিতরণ করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। অরবিন্দ কেজরিওয়ালের এমন অভিযোগের জবাবে দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বলেন, তিনি (কেজরিওয়াল) নিজেও এ ধরনের কাজ করেছেন।
১২টা ০৬ : মধ্য দিল্লিতে ১৫.৭৫ শতাংশ, নয়াদিল্লিতে ১৮.৮ শতাংশ, পশ্চিম দিল্লিতে ১৯.৫৪ শতাংশ ও দক্ষিণ-পশ্চিম দিল্লিতে ২১.২ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া উত্তর-পশ্চিম দিল্লিতে ২০.৪৫ শতাংশ এবং দক্ষিণ দিল্লিতে ১৯.৫৫ শতাংশ ভোট পড়ে।
১২টা ০৫ : বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের সংখ্যা বাড়ছে। ১১টা পর্যন্ত ১৯.৫৯ শতাংশ লোক ভোট দেয়।
১১টা ৩০ : দিল্লিতে ভোট বাড়ছে। ১০টা পর্যন্ত ৯.২৫ শতাংশ লোক ভোট দেয়।
১১টা ১০ : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে ও কংগ্রেসের বৃহত্তর কৈলাশ এলাকার প্রার্থী শর্মিষ্ঠা ভোট দেন।
১০টা ৪০ : ত্রিলোকপুরীর ৭ নম্বর ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের মোতায়েন।
১০টা ৩৫ : দিল্লির কৃষ্ণনগরের ভোটকেন্দ্র ঘুরে দেখেন কিরণ বেদি। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বেদি বলেন, এএপির কর্মীরা বিজেপিতে ভোট না দিতে লোকজনকে পরামর্শ দিচ্ছে।
১০টা ৩০ : দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং ও সেনাবাহিনীর প্রধান দালবির সিং সুহাগ ভোট দেন।
১০টা ২৫ : বেদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, একটি নতুন দিল্লির দিকে চেয়ে আছি। আমি শেষ বেলা পর্যন্ত কাজ করে যাব। দিল্লিকে বিশ্বমানের শহরে পরিণত করতে হবে।’
১০টা ২০ : ৯টা পর্যন্ত মধ্য দিল্লিতে ৪.৩ শতাংশ, নয়াদিল্লিতে ৫.১ শতাংশ, উত্তর দিল্লিতে ৫.৬ শতাংশ, পূর্ব দিল্লিতে ৬.২ শতাংশ ও উত্তর-পশ্চিম দিল্লিতে ৬ দশমিক শূন্য চার শতাংশ ভোট পড়েছে।
১০টা ১৮ : আওরঙ্গজেব লেনে ভোটকেন্দ্র ছাড়ার সময় সাংবাদিকদের এড়িয়ে যান রাহুল গান্ধী।
১০টা ১৭ : ভোট দিয়ে গণমাধ্যমের দৃষ্টি এড়াতে কেন্দ্রের পেছনের দিক দিয়ে চলে যান অরবিন্দ কেজরিওয়াল।
১০টা ১০ : দিল্লির লোদি রোডে খালসা গার্লস স্কুলকেন্দ্রে ভোট দেন অরবিন্দ কেজরিওয়াল।
১০টা ০৫ : কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ভোট দেন।
৯টা ৫০ : ধীরগতিতে ভোট চলছে। ৯টা পর্যন্ত পাঁচ দশমিক ৬৪ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া যায়।
৯ টা ৪৫ : কেজরিওয়াল বলেন, লোকজন দুর্নীতি, ঘুষ থেকে মুক্তি চায়। আমি আশাবাদী, তারা ঠিকঠাক ভোট দেবে। সত্যের জয় হবে। দিন শেষে এটি হবে জনগণের বিজয়।
৯টা ৪০ : লোকজনের উচিত বাইরে বের হওয়া এবং কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, বলেন কেজরিওয়াল।
৯টা ৩৮ : ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন কেজরিওয়াল। তিনি নয়াদিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টা ৩৫ : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ভোট দিয়েছেন। বললেন, লোকজন যা চান, তাই হবে।
৯টা ২০ : কংগ্রেসের প্রার্থী অজয় মাকেন বলেন, আমরা এএপির কাছ থেকে কোনো সমর্থন নেবও না, দেবও না।
৮টা ৫৫ : বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও তাঁর মা পূর্ব দিল্লির কৃষ্ণনগরের একটি কেন্দ্রে ভোট দেন।
৮টা ৩৫ : বিজয়সূচক ভি চিহ্ন দেখিয়ে দক্ষিণ দিল্লির নীতিবাগ এলাকায় একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান বেদি। তিনি বলেন, উন্নয়নের জন্য ভোট দেবে দিল্লি।
৮টা ৩৪ : নয়াদিল্লির মাওলানা আজাদ রোডের নির্মাণ ভবনে অবস্থিত কেন্দ্রে ভোট দেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
৮টা ২০ : কিরণ বেদির বক্তব্য : ‘আজ ঐতিহাসিক দিন। পরিচ্ছন্ন, শিক্ষিত ও নিরাপদ দিল্লি দেখতে ভোট দেবে দিল্লিবাসী।’
৮ টা : ২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু। এ নির্বাচনে মূল লড়াই শুরু হয় আম আদমি পার্টি (এএপি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে।