বিশ্বের সবচেয়ে দামি শিল্পকর্ম
ফরাসি চিত্রশিল্পী পল গঁগ্যার আঁকা তাহিতি দ্বীপের দুই নারীর একটি ছবি ৩০ কোটি ডলারে বিক্রি হয়েছে। যা অর্থমূল্যের হিসেবে বিশ্বে এ যাবৎকালে বিক্রি হওয়া শিল্পকর্মের মধ্যে সর্বোচ্চ।
এর আগে সবচেয়ে দামি শিল্পকর্মের তকমা ছিল ফরাসি চিত্রশিল্পী পল সেজানের আঁকা 'তাস খেলোয়াড়রা' শিরোনামের ছবিটির। ২০১১ সালে ২৫ কোটি ডলারে ওই ছবি কিনে নিয়েছিল কাতারের রাজপরিবারের মালিকানায় থাকা দেশটির জাতীয় জাদুঘর।
ফ্রান্সের বৃহত্তম দ্বীপ তাহিতির দুই নারীকে নিয়ে 'কবে তুমি বিয়ে করবে?' শিরোনামে ছবিটি আঁকা হয় ১৮৯২ সালে। গঁগ্যা তাহিতিতে থাকতে শুরু করার এক বছর পরই এই ছবি আঁকেন।
বিখ্যাত এই ছবি সুইজারল্যান্ডের স্তায়চিলিন পরিবারের মালিকানায় অর্ধশতাব্দী ধরে দেশটির বাসেল নগরীর কুনসট জাদুঘরে সংরক্ষিত ছিল। পারিবারিক এই ট্রাস্টের তত্ত্বাবধায়ক সুইচ শিল্পসংগ্রাহক রুডলফ স্তায়চিলিন ছবিটি বিক্রির খবর নিশ্চিত করেছেন, তবে জানাননি ক্রেতার পরিচয়।
নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, এই ছবিরও ক্রেতা কাতার জাতীয় জাদুঘর। যদিও কাতার কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু জানায়নি।
চিত্রশিল্প বিশেষজ্ঞরাও গঁগ্যার চিত্রটির দামে বিস্মিত। লন্ডনের বিখ্যাত নিলাম ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ফাইন আর্ট ফাউন্ড গ্রুপের প্রধান নির্বাহী ফিলিপ হফম্যান বলেন, 'এটি একটি অসাধারণ শিল্পকর্ম, তবে ৩০ কোটি ডলারও বিশাল অঙ্কের টাকা ! প্রতিচ্ছায়াবাদী ছবির বাজারে মাত্র কয়েকটি 'অসাধারণ ছবি' বরাবরই ১০ কোটি ডলার মানের।'