গাইবান্ধায় দগ্ধ আরো একজনের মৃত্যু
গাইবান্ধায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় মারা গেলেন আরো একজন। তাঁর নাম সাজু মিয়া (২৫)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়া ঢাকায় রিকশা চালাতেন। এ নিয়ে এ ঘটনায় সাতজনের মৃত্যু হলো।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে গাইবান্ধা জেলার সদর উপজেলায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালালে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। আর হাসপাতালে আনার পর শনিবার মৃত্যু হয় আরো দুজনের। এ ঘটনায় দগ্ধ হন আরো অন্তত ৪০ যাত্রী।
নিহতরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। এঁরা হলেন দক্ষিণ কালীর খামার গ্রামের খয়বর হোসেন দুলুর ছেলে সৈয়দ আলী (৪২), পশ্চিম চণ্ডীপুর গ্রামের সাইখ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৪২), চণ্ডীপুর গ্রামের শাজাহান আলীর ছেলে সুমন মিয়া (২২), মধ্যপাড়া গ্রামের নাগের খামার গ্রামের বলরাম দাসের মেয়ে শিল্পী (১০), চণ্ডীপুর গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী সোনাভান (৩০) ও তাঁর ছেলে সুজন (১০)।