ইশান্তের বিশ্বকাপ শেষ
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বড় একটা ধাক্কা খেল ভারত। হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইশান্ত শর্মার। তাঁর জায়গায় আরেক ডানহাতি পেসার মোহিত শর্মাকে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
গত ডিসেম্বরের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বক্সিং ডে’ টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েন ইশান্ত। জানুয়ারির শুরুতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে তাই খেলতে পারেননি। এর পর থেকেই মাঠের বাইরে ছিলেন এই দীর্ঘদেহী পেসার। এবার ছিটকে পড়লেন বিশ্বকাপ থেকেও।
ইশান্তের বদলি মোহিত ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলেছেন। যদিও ভারতীয় দলে তেমন নিয়মিত হতে পারেননি। ২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর ১২টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০টি।
ইশান্তকে হারানোর দুঃখের দিনে ভারতের জন্য সুসংবাদ, ইনজুরির শঙ্কা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ওপেনার রোহিত শর্মা, পেসার ভুবনেশ্বর কুমার ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ফিটনেস টেস্টে পাশ করেছেন তিনজনই।
১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার ‘মিশন’ শুরু করবে ভারত।