ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সফরে ভারতের দুর্দশা চলছেই। টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়া ‘টিম ইন্ডিয়া’ বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাত্তাই পায়নি। ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া জিতেছে ১০৬ রানে।
রোববার অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ৩৭১ রানের ‘পাহাড়ে’ নিয়ে গেছে ওয়ার্নার আর ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং। ১০৪ রান করা ওয়ার্নারকে অক্ষর প্যাটেল বোল্ড করলেও ম্যাক্সওয়েলকে কেউ ফেরাতে পারেনি। ওয়ার্নারের ৮৩ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও দুটি ছক্কা।
পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে স্বেচ্ছায় অবসর নেওয়া ম্যাক্সওয়েল ছিলেন রীতিমতো ‘ধ্বংসাত্মক’। মাত্র ৫৭ বলে ১১টি চার ও ৮টি বিশাল ছক্কায় ১২২ রান করে ফিরে এসেছেন তিনি। তিন উইকেট নিলেও সেজন্য মোহাম্মদ সামির খরচ ৮৩ রান।
বিশাল লক্ষ্যের পেছনে ধাওয়া করতে গিয়ে ভারত অলআউট হয়ে গেছে ২৬৫ রানে, ৪৫.১ ওভারে। অজিঙ্কা রাহানে (৬৬), শিখর ধাওয়ান (৫৯) ও আম্বাতি রাইডু (৫৩) ফিফটি করলেও লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি গত বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
প্যাট কামিন্স তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
দুই দল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী মঙ্গলবার অ্যাডিলেডেই আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। বুধবার বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, মেলবোর্নে।