সোমবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
বিশ্বকাপ ক্রিকেট একেবারে দোরগোড়ায়। ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসরের শিরোপা জয়ের লড়াই। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপের আগে সব ভুল-ত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্যে সোমবার প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
এর আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটোতেই হেরেছে বাজেভাবে। তবে ওই দুই ম্যাচে দলের সবাই যেন মাঠে নেমে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারেন সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল।
‘আসল’ প্রস্তুতি ম্যাচ দুটোকে অবশ্য সর্বোচ্চ গুরুত্বই দিচ্ছে বাংলাদেশ। রোববার সিডনিতে প্রাক-বিশ্বকাপ সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আমরা এই ম্যাচগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা এগুলো অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের মতোই খেলব।’
ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৫২ রান করার পর স্বেচ্ছা অবসর নিয়ে সাজঘরে ফিরেছিলেন মুমিনুল হক। এ প্রসঙ্গে মাশরাফির বক্তব্য, ‘কোচের সিদ্ধান্তে এটা করা হয়েছে। সবাইকে ব্যাটিংয়ের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। খেলার আগে ঠিক করা হয়েছিল কেউ ফিফটি করলে সে স্বেচ্ছা অবসর নেবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে আমরা ৪৫ ওভারের মধ্যে গুটিয়ে গেছি।’
বাংলাদেশ দলের নয়জনই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বিশ্বকাপে। এই নয়জনের কারোরই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই। এই প্রস্তুতি ম্যাচগুলো তাই ভালোই সাহায্য করবে তাদের।
বাংলাদেশ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ১২ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে মাশরাফিদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ১৮ ফেব্রুয়ারি ম্যাচটি হবে ক্যানবেরায়।