অস্ট্রেলিয়ায় প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ এপ্রিল
বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘অ্যালামনাই নাইট-২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ এপ্রিল। সিডনির লিভারপুল ‘হিমানি ফাংশন সেন্টারে' আয়োজিত এ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
অস্ট্রেলিয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে তৃতীয়বারের মতো। গত বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিডনির ববিন হেডে। তবে গত দুবারের চেয়ে এবার আয়োজন আরো জমকালো হবে বলে আশা করছেন অনুষ্ঠানের আয়োজকেরা।
আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকবে ভিন্ন রকম সাংস্কৃতিক পরিবেশনা। তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত আইইউবিয়ান শিক্ষার্থীদের সপরিবারে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
আয়োজকরা জানান, এ বছর অনুষ্ঠানে নিবন্ধনকারীর সংখ্যা এরই মধ্যে অন্যান্যবারের তুলনায় ছাড়িয়ে গেছে। গত বছর বিশ্ববিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা পরিবারসহ অংশগ্রহণ করেছিলেন। এবার অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন বলে তাঁরা আশাবাদ জানান।
এবার পুনর্মিলনীতে অংশ নিতে যেসব শিক্ষার্থী এখনো নিবন্ধন করেননি, তাঁদের অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ জানান আয়োজকরা।