শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নবাগত পেসার
আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা বলতে মাত্র একটি ওয়ানডে। এই একটি ম্যাচ খেলেই শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেলেন পেসার দুষ্মন্ত চামিরা।
সুযোগটা অবশ্য সৌভাগ্যপ্রসূত। পেসার ধাম্মিকা প্রসাদ চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন। তাঁর জায়গায় ২৩ বছর বয়সী চামিরাকে দলে নিয়েছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
চামিরা একমাত্র ওয়ানডেটি খেলেছেন গত ২৯ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৮ ওভারে ৬০ রানে দুই উইকেট নিয়েছেন তিনি।
১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও শ্রীলঙ্কার প্রতিপক্ষ সহ-আয়োজক নিউজিল্যান্ড।