ব্রেকের সমস্যায় ১ লাখ জাগুয়ার গাড়ি প্রত্যাহার
ব্রেক এবং লাইটের সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এক লাখ চার হাজার জাগুয়ার ল্যান্ড রোভার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ-সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে।
জাগুয়ার ল্যান্ড রোভারের প্রধান কার্যালয় ব্রিটেনের পশ্চিম মিডল্যান্ডের হোয়াইটলিতে। তবে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি কিনে নেয় ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস।
উত্তর আমেরিকা থেকে এরই মধ্যে ৭০ হাজার ল্যান্ড রোভার তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে নির্মিত গাড়িগুলোর দুটি ফ্রন্ট ব্রেকেই যান্ত্রিক ত্রুটি রয়েছে। এর ফলে ব্রেক পিচ্ছিল হয়ে থাকে, যা থেকে যে কোনো সময় ব্রেক ফেল করে বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আর জাগুয়ারের ২৪ হাজার ৬৭৯টি গাড়ি তুলে নেওয়া হবে যেগুলো ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তৈরি করা হয়েছিল। এসব গাড়িরও একই ধরনের সমস্যা রয়েছে।
এসব গাড়িগুলোকে জাগুয়ার ল্যান্ড রোভারের কারখানায় নিয়ে যাওয়া হবে এবং বিনামূল্যে এসব ত্রুটি সারিয়ে দেওয়া হবে। তারপর আবার রাস্তায় চলবে গাড়িগুলো। ২০১০ সালের দিকে গাড়িগুলোর ব্যাপারে প্রথম অভিযোগ আসা শুরু করে। তবে সে সময় খুব একটা সমস্যা না হওয়ায় গাড়িগুলো রাস্তায় চলতে থাকে।
তবে পরবর্তী সময়ে আবারও যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠলে ১৮ মাস পর্যবেক্ষণ করা হয় জাগুয়ার ল্যান্ড রোভারের গাড়িগুলো। পরে যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করে এগুলো তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগামী ১৩ মার্চ থেকে ত্রুটিপূর্ণ গাড়ি তুলে নেওয়া শুরু হবে।
২০১৩ এবং ২০১৪ সালে ব্রেকের সমস্যার কারণে রেঞ্জ রোভার এবং রেঞ্জ রোভার স্পোর্টসের বেশকিছু গাড়ি তুলে নেওয়া হয়েছিল। ২০১২ এবং ২০১৫ সালে পাঁচ হাজার জাগুয়ার এক্সকে মডেলের গাড়ি তুলে নেওয়া হয়েছিল। এসব গাড়ির সাইডলাইট চালু করার পাঁচ মিনিট পরেই বন্ধ হয়ে যেত, যা বেশকিছু দুর্ঘটনা ঘটায়।