পবিত্র শবেবরাত উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মালয়েশিয়ায় দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে কুয়ালালামপুরের কেলাং মেরু সুরাও আল আকসা বাংলাদেশি ব্যবসায়ীরা ওই ওয়াজ মাহফিলের আয়োজন করে।
আন্তর্জাতিক ক্বারি হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলামের পরিচালনায় সুরাও আল আকসার পেশ ঈমাম মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন কুয়াকাটার আলহাজ্ব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। তিনি প্রবাসী মুসল্লিদের কাছে পবিত্র শবেবরাতের তাৎপর্য তুলে ধরেন একই সঙ্গে তিনি মালয়েশিয়া প্রবাসীদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানান।পরে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন তিনি। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিশু ক্বারি হাফেজ মুহাম্মদ আবু রাইহানের কোরআন তেলাওয়াত শুনে প্রবাসীরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম মাহমুদ , দাতো আকতার, নূর সোলেয়মান, কবির আহমেদ, হারুনসহ কেলাং মেরুর বাংলাদেশ কমিউনিটির নেতারা।