কাপড় ধোয়ার নিয়ম?
কাপড় ধোয়ার আবার নিয়ম কী? এতে কি কোনো ধরনের ভুল হতে পারে? এ ধরনের প্রশ্ন আপনার মনে আসতেই পারে। তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা মনে করেন আমি তো অনেক বছর ধরেই কাপড় ধুচ্ছি। আমি জানি কাপড় কীভাবে ধুতে হয়। কিন্তু আপনার অজান্তেই কাপড় ধোয়ার সময় কাপড়ের সুতা নষ্ট হয়ে যাচ্ছে, পরতেও সমস্যা হচ্ছে। কিছু সাধারণ নিয়ম জানলে আপনি খুব সহজেই এ সমস্যার সমাধান করতে পারবেন। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট রিডার্স ডাইজেস্টে কাপড় ধোয়ার কিছু প্রয়োজনীয় দিক তুলে ধরা হয়েছে।
- খুব ময়লা কাপড়ের সঙ্গে অন্য কাপড় একসঙ্গে ভিজাবেন না। এতে অন্য কাপড়ে দাগ লাগার সম্ভাবনা থাকে।
- ডেনিম জাতীয় কাপড় যেমন জিন্স আলাদা ধোয়াই ভালো। এগুলো অনেক ভারি হয় এবং ময়লা বেশি হয়।
- যেসব কাপড় থেকে রঙ ওঠে সেগুলো আলাদা করে ধুয়ে নিন।
- সরাসরি কাপড়ের ওপর ডিটারজেন্ট দেবেন না। এতে কাপড়ের সুতার ক্ষতি হতে পারে।
- ব্লিচ ব্যবহার করলে প্রথমে পানি দিয়ে কাপড় ভিজিয়ে নিন এরপর ব্লিচ দিয়ে ভালো করে ঘষে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
- উলের কাপড়গুলো পরিষ্কারের জন্য গরম পানি দিয়ে ধোবেন না। আর বেশিক্ষণ ডিটার্জেন্ট পাউডারে ভিজিয়ে রাখলে উল নষ্ট হয়ে যেতে পারে।
- কাপড় শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করবেন না। যতটা সম্ভব বাইরে শুকাতে দিন। আর যেসব কাপড়ের রঙ রোদে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সেগুলো রোদে না দেওয়াই ভালো।
- কাপড় বেশিক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখলে কাপড়ের আকার নষ্ট হয়ে যায়।
- বেশিক্ষণ ডিটার্জেন্ট পাউডারে কাপড় ভিজিয়ে রাখবেন না। এতে সুতা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
- অন্য কাপড়ের সঙ্গে মোজা ডিটার্জেন্ট পাউডারে ভেজাবেন না।
- কোনো কাপড়ের জিপার খোলা রেখে ওয়াশিং মেশিনে না দেওয়াই ভালো। এতে ওয়াশিং মেশিনে দাগ পড়তে পারে। এ ছাড়া অন্য কাপড়ও এতে নষ্ট হতে পারে।
- কোনো কাপড় প্রথমবার ধোয়ার সময় অবশ্যই আলাদাভাবে পরীক্ষা করে নেবেন। কারণ নতুন কাপড় থেকে রং ওঠার আশঙ্কা থাকে। এ ক্ষেত্র পুরনো কোনো কাপড়ের সঙ্গে ধুয়ে দেখতে পারেন অন্য কাপড় নষ্ট হয় কি না।
- ওয়াশিং মেশিনের ফিল্টার বছরে একবার অন্তত পরিষ্কার করবেন এবং ডিটার্জেন্ট পাউডারে ভিজিয়ে ভালোমতো ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন।