সহকর্মীর গুলিতে বিএসএফ সদস্য নিহত, আহত ৩
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের গুলিতে অপর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন বিএসএফ সদস্য। দুই বিএসএফ সদস্যের মধ্যে কথাকাটাকাটির জের ধরে আজ মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের ফারাক্কায় বিএসএফ ছাউনিতে এ ঘটনা ঘটে।
বিএসএফের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে ফারাক্কা বিএসএফ ছাউনিতে হেড কনস্টেবল মূলচাঁদের সঙ্গে বসন্ত সিং নামের এক বিএসএফ সদস্যের কথাকাটাকাটি হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকালে বসন্ত সিং বিএসএফ কম্পাউন্ডের মধ্যেই মূলচাঁদকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। ঘটনাস্থলেই মূলচাঁদ নিহত হন। এরপরও বসন্ত সিং কয়েকটি গুলি ছোড়েন। তাঁর এলোপাতাড়ি গুলিতে আরো তিন বিএসএফ সদস্য গুরুতর আহত হন। তাঁদের মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবর্ষণকারী বিএসএফ সদস্য বসন্ত সিং ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
কী নিয়ে দুই বিএসএফ সদস্যদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে—এ বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত বিএসএফ কোনো অনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বসন্ত সিংকে কোনো অস্ত্র বরাদ্দ দেওয়া হয়নি। সে অন্য কারো অস্ত্র নিয়ে গুলি চালিয়েছে।