ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস
ইরাকে ৪৫ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের সদস্যরা (আইএস)। মঙ্গলবার দেশটির পশ্চিমে আনবার প্রদেশের আল বাগদাদি শহরে এ নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের সুত্রে বিবিসি এ খবর দিয়েছে ।
গত সপ্তাহে আল বাগদাদির বেশিরভাগ অংশ দখল করে নেয় আইএস। শহরটি কৌশলগতভাবে গুরুত্বপুর্ণ আইন আসাদ বিমানঘাঁটির পাশে অবস্থিত। দখলের পর আইএস সদস্যরা স্থানীয় কর্মকর্তাদের কার্যালয় ও নিরাপত্তাবাহিনীর কর্মীদের বাসস্থানে হামলা চালায়।
স্থানীয় পুলিশ প্রধান কর্নেল কাশিম আল ওবায়দি হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং ওই এলাকায় চলমান সংঘর্ষের ফলে এই হত্যাকাণ্ডে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা কেন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর সদস্যরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে ।
এমন পরিস্থিতিতে বাগদাদি শহরের পুলিশ প্রধান ইরাক সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শহরটি পুনরুদ্ধারে সাহায্য চেয়েছেন।
গত ১৫ ফেব্রুয়ারি পেছন থেকে হাতকড়া বাঁধা অবস্থায় ২১ জন মিসরীয় নাগরিককে জবাইয়ের ভিডিও এবং চলতি মাসের শুরুতে এক জর্ডানী পাইলটকে খাঁচায় বন্দী করে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও প্রকাশ করে আইএস।