কোটি রুপি ছাড়িয়েছে মোদির স্যুটের দাম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্যুটের দাম উঠেছে এক কোটি ২১ লাখ রুপি। বিড়াল চোক্ষি নামে ভারতীয় এক অনাবাসী এ দাম হেঁকেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় মোদি স্যুটটি পরেছিলেন। উপহার হিসেবে পাওয়া এ স্যুটে তাঁর নাম লেখা আছে। এ স্যুটসহ বিভিন্ন সময়ে উপহার হিসেবে পাওয়া মোদির আরো ৪৫৫টি সামগ্রী তিন দিনের নিলামে তোলা হয়েছে। সুরাটের সিটি-লাইটস রোডে অবস্থিত সায়েন্স কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
স্যুটের নিলাম প্রসঙ্গে মিরাটের নগর কমিশনার মিলিন্দ তোরাবানে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘গত মাসে ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্যুটটি পরেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আরো ৪৫৫টি সামগ্রী উপহার হিসেবে পেয়েছেন। এসব নিয়ে সুরাটে নিলাম ডাকা হয়েছে।’ তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির সব সামগ্রীই জাতীয় সম্পদ। নিলামে তোলা এসব অর্থ গঙ্গা পরিষ্কার করতে ব্যবহৃত হবে।’
বিড়াল চোক্ষি ছাড়াও আরো কয়েকজন ব্যক্তি স্যুটটির ভালো দাম হেঁকেছেন। সুরেশ আগারওয়াল স্যুটটির দাম প্রস্তাব করেছেন এক কোটি রুপি। তিনি বলেন, ‘আমি স্যুটটির দাম এক কোটি রুপি প্রস্তাব করেছি। এটা সেবামূলক কাজ। যেহেতু মোদি গঙ্গা পরিষ্কারের কাজে নিলামের অর্থ ব্যয় করবেন, তাই আমি এগিয়েছি এবং স্যুটটি কেনার সিদ্ধান্ত নিয়েছি।’
এ ছাড়া রাজু আগারওয়াল নামে আরেক ব্যক্তি স্যুটটির দাম প্রস্তাব করেছেন ৫১ লাখ রুপি।