কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১
কানাডায় বন্দুকধারীর হামলায় একজন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে টরন্টোতে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলায় আহত এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানা যায়।
গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে টরন্টো শহরের পূর্ব অংশে ড্যানফোর্থ ও লোগান এভিনিউতে ওই আকস্মিক হামলা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা ওই এলাকায় প্রায় ২৫টি গুলির শব্দ শুনতে পান।
জডি স্টাইনহাওয়ার নামের একজন জানান, তিনি তাঁর পরিবার নিয়ে ওই এলাকার এক রেস্তোরাঁয় যান। ওই সময় গুলির শব্দ শুনতে পান।
জডি বলেন, ‘এর পর আমরা লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনতে পাই।’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ হামলার উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়।