স্মার্টফোনের ব্যাটারি জানাবে আপনার অবস্থান
প্রযুক্তি মানুষকে সুবিধা যেমন দিয়েছে, তেমন আবার বিপদেও ফেলেছে! প্রযুক্তির সুবিধা-অসুবিধা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। একটা পেলে আরেকটাও নিতে হবে।
স্মার্টফোন আমাদের অনেক সুবিধা দিচ্ছে, জীবনকে মোটামুটি হাতের মুঠোয় নিয়ে এসেছে। কিন্তু আপনার নিরাপত্তা যে অন্য একজনের হাতের মুঠোয় চলে যাচ্ছে! কারণ, এখন খুব সহজেই জিপিএস বা ওয়াইফাই ডাটার মধ্যে যে কেউ শনাক্ত করতে পারবে আপনার অবস্থান। এটা তো আগে থেকেই জানা ছিল!
এবার শুনুন নতুন খবর। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করতে এখন আর ওয়াইফাই বা জিপিএসের দরকার হবে না। শুধু ব্যাটারি চার্জিংয়ের তথ্য দিয়েই শনাক্ত করা যাবে যে কারো অবস্থান।
এ বিষয় নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী ইয়ান মিকালেভস্কি, ড্যান বোনে ও আরোন স্কালম্যান। সঙ্গে আছেন রাফায়েল লিমিটেডের গাবি নাকিবলি।
গবেষণায় শিক্ষার্থীরা দেখিয়েছেন, খুব সহজেই স্মার্টফোনের ব্যাটারির সব রকম তথ্য পাওয়া যায়। গুগলের প্লে স্টোরে এখন ১৭৯টি অ্যাপ্লিকেশন রয়েছে, যা ব্যবহার করে যেকোনো স্মার্টফোনের ব্যাটারির তথ্য পাওয়া যাবে। যেমন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে, সর্বশেষ কতক্ষণ চার্জ দেওয়া হয়েছে, কী কী কাজের জন্য ব্যাটারির চার্জ নষ্ট হয়েছে ইত্যাদি।
ব্যস! এসব তথ্যই যথেষ্ট। গবেষকরা বলছেন, এগুলো নিয়ে একটু হিসাব-নিকাশ করলেই নাকি তাঁরা বের করে ফেলতে পারবেন স্মার্টফোনটি দুনিয়ার কোন জায়গায় রয়েছে। তাঁদের মতে, স্মার্টফোনে নানা ধরনের কাজ করা যায় বলে এতে চার্জ দরকার পড়ে প্রচুর। কিন্তু সেই চার্জ জোগানোর মতো শক্তি কোনো স্মার্টফোনেরই নেই। তাই বারবার চার্জ দিতে হয় স্মার্টফোনগুলো। আর এই বারবার চার্জ দেওয়াটাই হচ্ছে সূত্র, যা বিশ্লেষণ করে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা যাবে।
তবে এখনো এ নিয়ে গবেষণা চলছে। গবেষকরা আরো বিস্তারিত বিশ্লেষণ করে হাতে-কলমে দেখিয়ে দেবেন, স্মার্টফোনের কোনো জিনিসই ফেলনা নয়।