শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকে আছে দুই শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, আজ বুধবার ভোর ৪টার দিকে নৌরুট ঘন কুয়াশায় ঢাকা পড়ে। এতে দিকনির্দেশক মার্কিং-বয়া বাতি না দেখা যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার প্রভাব কাটতে থাকায় সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল শুরু হওয়ার পর শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।