মুন্সীগঞ্জে বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কা, সহকারী নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দিলে এর সহকারী নিহত হন। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (২৩)। এ ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সে থাকা তিনজন আহত হন। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, অ্যাম্বুলেন্সটি নোয়াখালী হাসপাতাল থেকে রোগী ও তাঁর স্বজনদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের রোগীসহ আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।