এপ্রিলেই কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী!
আগামী এপ্রিলেই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদে বসবেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী। আজ বুধবার কংগ্রেসের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের সংসদে বাজেট অধিবেশনের সময় তাঁর ‘আকস্মিক ছুটি’ এবং ‘বর্তমান অবস্থান’ নিয়ে যখন সমালোচকরা সরগরম, তখনই এ কথা জানাল ভারতের প্রভাবশালী এ গণমাধ্যমটি।
সভাপতি হলে ৪৪ বছর বয়সী রাহুল তাঁর মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হবেন। ১৯৯৮ সাল থেকে ভারতের বৃহত্তম রাজনৈতিক দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন সোনিয়া। আর রাহুল বর্তমানে দলটির সহসভাপতি।
এনডিটিভি জানিয়েছে, দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনার পরই তিনি ১৩০ বছরের পুরোনো রাজনৈতিক দলটিকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত সোমবার কয়েক দিনের জন্য দল থেকে ছুটি নেন রাহুল। সংসদে বাজেট অধিবেশনের সময় তাঁর এ ধরনের ‘ছুটি’ নিয়ে কড়া সমালোচনায় পড়েছে কংগ্রেস। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিজেকে সময়’ দেওয়ার জন্যই তাঁর এই সাময়িক বিশ্রাম।
এদিকে গতকাল মঙ্গলবার এক টুইটার-বার্তায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং জানিয়েছেন, আগামী ১০ মার্চের মধ্যে আবার দলে ফিরছেন রাহুল।