নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এএপির কমিটি গঠন
দিল্লি নির্বাচনের ৭০ দফা ইশতেহার বাস্তবায়নে দিল্লি ডায়ালগ কমিশন (ডিডিসি) নামে একটি কমিটি গঠন করেছে আম আদমি পার্টি (এএপি)। এর সভাপতি হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এএপির সূত্রের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, শক্তিশালী এ কমিটি সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে। এএপি এটিকে ‘উপদেষ্টা কমিটি’ বলেছে। তবে সরকারে থাকা অনেকেই মনে করছেন, এটি হবে মূলত ‘বাস্তবায়ন সংস্থা’।
ডিডিসিতে কেজরিওয়াল ছাড়াও থাকবেন একজন সহসভাপতি, সহকারী মুখ্যমন্ত্রী, প্রধান সচিব, অর্থসচিব, মুখ্যমন্ত্রীর সচিব, আরো দুজন সচিব ও একজন সদস্য-সচিব। তালিকার শেষের তিনজনকে নিয়োগ দেবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
দলীয় সূত্রে জানা গেছে, কমিটির সহসভাপতি করা হবে এএপি নেতা ও সাংবাদিক আশীষ খেতানকে। এর আগে তিনি আলোচিত দিল্লি সংলাপ (দিল্লি ডায়ালগ) আয়োজনে মুখ্য ভূমিকা রেখেছিলেন। ওই সংলাপের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, নারী নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নাগরিকদের মতামত চাওয়া হয়েছিল।
দলীয় সূত্রে আরো জানা যায়, কেজরিওয়ালের সাথে খেতান সরকারের প্রতিটি বিভাগ দেখভাল করবেন। এ জন্য প্রতিটি বিভাগে গঠন করা হবে আলাদা টাস্কফোর্স। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এ টাস্কফোর্সের অন্তর্ভুক্ত হয়ে এর মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তদারকি করবেন।