এই সময়ে চুলের যত্নে
গরমের এই সময়টাতে চুল রুক্ষ হয়ে যায়। কারণ এ সময় রোদের তীব্রতা বেড়ে যায়। আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের চুলে। এর ফলে চুল হয়ে পড়ে প্রাণহীন ও অনুজ্জ্বল। তাই প্রতিদিন শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে হবে।
মনে রাখবেন ভেজা চুলে বেশি ময়লা জমে, তাই শ্যাম্পু করে চুল না শুকিয়ে বাইরে না যাওয়াটাই ভালো। এবং চুলের গোড়া পরিষ্কার রাখতে ঘরে তৈরি হারবাল যেকোনো প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া সমস্যা দূর হবে এবং চুলের উজ্জ্বল ভাব বজায় থাকবে।
ফারজানা শাকিল’স মেকওভার সেলুনের কর্ণধার ফারজানা শাকিল বলেন, ‘গরমের এই সময়টাতে চুল নিষ্প্রাণ হয়ে যাওয়া, মাথায় খুশকি এবং চুল পড়ার মতো সমস্যা দেখা যায়। এ সময়ে চুলে ধুলা-ময়লা বেশি জমার ফলে এই সমস্যার সৃষ্টি হয়। তাই প্রতিদিন চুল শ্যাম্পু করে পরিষ্কার রাখতে হবে এবং সপ্তাহে অন্তত একবার চুলে প্যাক লাগাতে হবে।’
খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এমন কয়েকটি চুলের প্যাক সম্বন্ধে জানিয়েছেন বিউটি এক্সপার্ট ফারজানা শাকিল। একনজরে দেখে নিন কোন প্যাকটি আপনার চুলের জন্য উপকারী।
- তৈলাক্ত চুলে পাকা কলা চটকে এর সঙ্গে টকদই মিশিয়ে চুলে লাগান। এতে চুল অনেক ঝরঝরে হয়ে যাবে এবং তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে।
- মেহেদি, পাকা কলা, ডিম, বেসন ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগান। যাঁদের হালকা পাকা চুল আছে, তাঁরা এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে পাকা চুল বোঝা যাবে না এবং চুলে আরো উজ্জ্বল ভাব আসবে।
- যাঁরা বিউটি সেলুনে গিয়ে চুলে কালার করতে চান না তাঁরা মেহেদি, কফি, পাকা কলা, ডিম, বেসন, মধু ও মেয়নেজ মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগান। কফি চুলকে কালার করতে সাহায্য করবে আর মেয়নেজ চুলে কন্ডিশনারের কাজ করবে। যাদের চুল তৈলাক্ত তারা মেয়নজের বদলে টকদই ও লেবু ব্যবহার করুন।
- শুষ্ক চুলে পাকা কলা, ডিমের কুসুম, দুধ ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। এতে চুলে রুক্ষতা দূর হয়ে চুল হয়ে উঠবে প্রাণবন্ত এবং ঝরঝরে।
- টকদই, মেথি গুঁড়ো, লেবু ও মধু একসাথে মিশিয়ে এর মধ্যে ঠান্ডা করা চা-পাতার পানি দিয়ে প্যাক তৈরি করে চুলে লাগান। চা-পাতার পানি চুলে কন্ডিশনারের কাজ করে এবং চুলের আঠালো ভাব দূর করে।
পরামর্শ
১. চুলে শ্যাম্পু করার অন্তত ২০ মিনিট আগে তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন। এতে প্রতিদিন শ্যাম্পু করার পর চুল রুক্ষ হবে না।
২. ভেজা অবস্থায় কখনো চুল বাঁধবেন না। এতে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল পড়ে যায়।
৩. বাইরে বের হলে চুলে স্কার্ফ পেঁচিয়ে রাখুন এবং ছাতা ব্যবহার করুন।
৪. চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ার ব্যবহার করবেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় এবং চুলের আগা ফেটে যায়।
৫. প্রতিদিন রাতে ঘুমানোর আগে চুল ভালো করে বেঁধে ঘুমান।