সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় নিহত ১০
মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরও সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে সিরিয়ার সরকারি বাহিনীও।
এর আগে ইদলিবে হামলা না চালাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, রাশিয়া ও ইরানকে সতর্ক করে দেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি উপেক্ষা করেই রাশিয়া ইদলিবে হামলা শুরু করল।
ধারণা করা হচ্ছে, দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের শেষ বড় ধরনের লড়াই হবে ইদলিবে।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার তেহরানে সিরিয়া-ইরান-তুরস্কের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।