পুরান ঢাকার মোটর পার্টস মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার ধোলাইখালে মোটর পার্টস মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ আগুন লাগে।
রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা গোলাম মোস্তফা আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে কয়েকটি দোকান পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এখনো সেখানে অবস্থান করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।