নেতা নয়, সাধারণ মানুষকে পেট্রলবোমা মারা হচ্ছে : নূর
যে মানুষের জন্য রাজনীতি, সেই সাধারণ মানুষকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় তিনি দেশে পেট্রলবোমার ব্যবহার ও অশুভ রাজনীতি বন্ধ করতে সাধারণ জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বঙ্গবন্ধু মেধা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘পেট্রলবোমা আওয়ামী লীগ নেতাদের (আসাদুজ্জামান নূর, সুভাষ সিংহ রায় বা আমিনুল ইসলামের নাম উল্লেখ করে) লক্ষ্য করে মারা হচ্ছে না। আমাদের লক্ষ্য করে মারলে কথা ছিল। তারা মারছে সাধারণ মানুষকে, যাদের কথা বলে ওরা রাজনীতি করছে।’
‘সরকার পেট্রল বোমাবাজদের মাথায় আঘাত করে সাময়িক ঠেকিয়ে রাখতে পারবে। কিন্তু হামলা পুরোপুরি বন্ধের জন্য সম্মিলিত উদ্যোগ যেমন দরকার তেমনি সবার দায়িত্ব হয়ে পড়েছে। এই অপশক্তিকে ঠেকানো সবার কাজ।’ বলেও মন্তব্য করেন তিনি।
বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ও বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এ সালাম। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমীন, সুভাষ সিংহ রায় ও বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
পরে বঙ্গবন্ধু মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ, ক্রেস্টসহ টাকা তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানে জাদু প্রদর্শন করে শিশু-কিশোরদের মাতিয়ে তোলেন জাদুশিল্পী রাজীব বসাক।