নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে আগুন
নোয়াখালী সদর উপজেলা ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের বেশ কয়েকটি মূল্যবান নথি ও আসবাবপত্র পুড়ে যায়। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রলবোমা নিক্ষেপের ফলে আগুনের সূত্রপাত ঘটেছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামছুজ্জামান জানান, রাত ৪টার দিকে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় সদর ভূমি অফিসের পেছনের জানালায় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমা নিক্ষেপ করলে জানালার কাচ ভেঙে আগুন ভেতরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে নৈশপ্রহরী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।