ধূমপানে বাড়ে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি
ধূমপানে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্ষতি, ক্যানসারের ঝুঁকি বাড়ে—প্রচারণার কারণে বিষয়গুলো অনেকেরই জানা। এবার যুক্ত হলো নতুন কিছু। ধূমপানের কারণে শরীরের হাড় দুর্বল হওয়ার ঝুঁকিও বাড়ে। মধ্যবয়সী ধূমপায়ীদের ওপর গবেষণা করে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
গবেষণার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ধূমপানের কারণে মানুষের হাড়ের খনিজ উপাদান কমে যাওয়া ও হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও দেখা যায়। আর এই ঝুঁকি নারীর চেয়ে পুরুষদের বেশি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিউয়িশ হেলথ অর্গানাইজেশনের একদল গবেষক ধূমপান ও এর সঙ্গে শরীরের হাড় দুর্বল হওয়ার ঝুঁকি নিয়ে গবেষণা করেন। এতে নেতৃত্ব দেন সংস্থাটির গবেষক এলিজাবেথ রেগান। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে অনলাইন বিজ্ঞান সাময়িকী ‘অ্যানালস অব দি আমেরিকান থোরাসিক সোসাইটি’।
৪৫ থেকে ৮০ বছর বয়সী তিন হাজার ৩২১ জন ব্যক্তির ওপর গবেষণা চালানো হয়। এদের কিছু ছিলেন যাঁরা ধূমপান ছেড়ে দিয়েছেন, বাকিরা এখনো ধূমপায়ী। গবেষণায় দেখা যায়, প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তির ৫৫ শতাংশ হাড় দুর্বলায় ভুগছেন। আবার ৬০ শতাংশের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলিজাবেথ রেগান বলেন, গবেষণার তথ্য অনুযায়ী অতীতে ধূমপায়ী ছিলেন কিংবা বর্তমানে ধূমপায়ী সবারই শরীর পরীক্ষা করা উচিত। তিনি আরো বলেন, অতীতে ধূমপায়ী থাকা ব্যক্তিদের শরীর পরীক্ষা করা হলে হাড়ের রোগের বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।
গবেষকরা বলেন, হাড় দুর্বল হয়ে পড়াদের মধ্যে ধূমপানজনিত অন্যান্য রোগের ঝুঁকিও বেড়ে যায়।