৭ মার্চ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ নগরীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে। এ ছাড়া আজ শনিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়।
দুপুরে নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে সিটি পয়েন্ট ঘুরে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আবদুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপির নাশকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে মানুষ উজ্জীবিত হয়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীন দেশে থেকেও আজ মানুষ শান্তিতে নেই। তাই নাশকতা আর দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ৭১-এর চেতনাবিরোধীদের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করতে হবে।