সিলেটে ফারাবীর বাসায় তল্লাশি, কম্পিউটার জব্দ
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবীর সিলেটের ভাড়া বাসায় অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে নগরীর মুন্সীপাড়া আবাসিক এলাকায় ১৬/ডি নম্বর ভবনে অভিযান চালানো হয়। এ সময় ফারাবীর একটি কম্পিউটার ও কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।
বাসাটির মালিক ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান নামের এক ব্যক্তি। স্থানীয়রা জানান, এক বছর ধরে ফারাবীর মা ও বোন এই বাসায় ভাড়া থাকেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কর্মকর্তা মো. রহমত উল্লাহ এনটিভি অনলাইনকে জানান, এসএমপির সহায়তায় ঢাকা থেকে আসা ডিবির একটি দল ফারাবীর বাসায় অভিযান চালায়।
গত ২ মার্চ ফারাবীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ফেসবুকে ফারাবীর স্ট্যাটাস দেখে অভিজিৎ হত্যায় তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। তিনি এ কথা স্বীকারও করেছেন বলে জানায় র্যাব।
গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার সময় টিএসসির কাছে আততায়ীদের চাপাতির আঘাতে খুন হন মার্কিন নাগরিক অভিজিৎ রায়। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলায় গুরুতর আহত হন।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফারাবীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।