ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম সাজা দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মতিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। পাশাপাশি তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্ত সবেজ আলী সদর উপজেলার সাশলা পিয়ালা গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে জানা যায়, সবেজ আলী ২০০৫ সালের ১৬ মে গভীর রাতে ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ওই বছরের ১০ অক্টোবর সবেজ আলীসহ তিনজনকে আসামি করে থানায় মামলা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ এনটিভিকে বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।