সংবেদনশীল ত্বকের যত্ন
সাধারণত একেক জনের ত্বকের ধরন একেক রকমের যেমন- শুষ্ক, তৈলাক্ত, মিশ্র বা সংবেদনশীল ত্বক। সংবেদনশীল ত্বককে স্পর্শকাতর ত্বকও বলা হয়। এই ধরনের ত্বকে কোনো প্রসাধনী ব্যবহারে বা যেকোনো প্যাক লাগালে এলার্জি অথবা র্যাশ হওয়ার আশঙ্কা থাকে। তাই ত্বক বুঝে পরিচর্যা করলে এ জাতীয় সমস্যা এড়ানো সম্ভব।
রেড বিউটি সেলুনের স্বত্বাধিকারিণী আফরোজা পারভীন বলেন, ‘সংবেদনশীল ত্বকে ক্যামিকেল সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার না করাই ভালো। ঘরের তৈরি প্যাকগুলো ত্বকের জন্য ভালো হয় এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে না।''
সংবেদনশীল ত্বকের জন্য ঘরোয়া উপায়ে তৈরি কয়েকটি প্যাক সম্বন্ধে জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। জেনে নিন কোন প্যাকটি আপনার ত্বকের জন্য উপকারী-
• কমলার খোসা পেস্ট, চন্দন গুঁড়া এবং সামান্য মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হবে।
• ডিমের সাদা অংশ এবং দুই টেবিল চামচ ওটস মিশিয়ে মুখে ম্যাসাজ করে কিছুটা সময় রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচে ভাব দূর হবে।
• শুকনো লেবুর খোসা, এক চা চামচ দুধ এবং অল্প পাতি লেবুর রস মিশিয়ে হালকা ম্যাসাজ করুন। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই প্যাক।
• কাঁচা দুধ, শসার রস এবং সামান্য পাতি লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এরপর হালকা ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বক টানটান হবে।
• শসার রস ও তরমুজের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক অনেক নরম ও মসৃণ হয়।