বাসচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর
যশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। আজ সোমবার বিকেলে উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সাইদ (৪৫), আব্দুল্লাহ (৪০) ও রিক্তা আক্তার (২৪)। এদের সবার বাড়িই সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বিকেলের দিকে জামতলা এলাকায় সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।
ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।