আইফোন হ্যাকিংয়ে মার্কিন গোয়েন্দারা
বহু বছর ধরে আইফোন ও আইপ্যাড হ্যাকিংয়ের চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি করে তাদের ব্যক্তিগত তথ্য চুরি এবং ফোনে আড়ি পাতার চেষ্টা চালিয়ে আসছে গোয়েন্দারা।
সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা কাগজপত্রে এর প্রমাণ মিলেছে। স্নোডেন জানিয়েছেন, আইফোন ও আইপ্যাডের নিরাপত্তা ভঙ্গ করে কিভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি এবং আইফোনের মাধ্যমে তাদের ওপর নজরদারি করা যায় তা নিয়ে বহুদিন ধরে গবেষণা করে আসছেন মার্কিন গোয়েন্দারা।
আইফোনের নিরাপত্তা ভেদ করার জন্য মার্কিন গোয়েন্দারা অ্যাপলের সফটওয়্যারগুলোর একটি নিজস্ব সংস্করণ প্রস্তুত করেছিল- যার নাম, ‘এক্সকোড’। এই সফটওয়্যার ব্যবহার করে আইফোন ও আইপ্যাডের পাসওয়ার্ড হ্যাক করতে পারতেন গোয়েন্দারা। সেই সাথে ইনবক্সের ম্যাসেজও পড়তে পারতেন তাঁরা। কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর গোপনে নজরদারি করার জন্য আইফোনে এই সফটওয়্যারটি ব্যবহার করতেন গোয়েন্দারা।
এ থেকে ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ঠাণ্ডা লড়াইয়ের বিষয়টি আরো পরিষ্কার হলো। এর আগেও স্নোডেনের ফাঁস করা তথ্যে দেখা গেছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন সময়ে প্রযুক্তি পণ্যের মাধ্যমে ব্যক্তির নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করেছে।
এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগে থেকেই সোচ্চার। সরকারি উদ্যোগে ব্যবহারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তাদের দাবি দীর্ঘদিনের।
অবশ্য স্নোডেনের ফাঁস করা তথ্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ। অ্যাপলের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।