বিভিন্ন স্থানে ২০ দলীয় জোটের মিছিল
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জাহিদুর রহমান : ঢাকার আশুলিয়ায় মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। দুপুরে মিছিলটি জামগড়া এলাকার ইয়াগী বাংলাদেশ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান। দাবি না মানলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : সকাল সাড়ে ১০টার দিকে শহরের তিতাস গ্যাস অফিসের মোড় থেকে মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি কিছুদূর এগোনোর পর পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়কের পাশে সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে তাঁরা নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
আইয়ুব আলি, ময়মনসিংহ : দুপুরে দলীয় কার্যালয় থেকে দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের নতুন বাজার পায়রা চত্বরে এলে পুলিশ বাধা দেয়। পরে রাস্তায় বসে সমাবেশ করে আবার দলীয় কার্যালয়ে ফিরে যান তাঁরা। মিছিলে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি বেগম নূরজাহান ইয়াসমিন বুলবুল, সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি রানা, দপ্তর সম্পাদক এম এ হান্নান খান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শ্রমিক দলের সভাপতি আবু সাইদ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আজিজ, যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ প্রমুখ।
আসাদুর রহমান জয়, নওগাঁ : সকাল সাড়ে ১০ টার দিকে শহরের তাজের মোড় থেকে ২০ দলীয় জোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড়ে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ধলু, পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ফারুক প্রমুখ।
এদিকে মহাদেবপুর উপজেলা সদরে সকাল ১১টার দিকে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল বের করে। মিছিল থেকে সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর ছেলে মহাদেবপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরেফিন সিদ্দিকী জনি, মহাদেবপুর উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন এবং মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ রাজুকে আটক করে মহাদেবপুর থানা পুলিশ।
আহসান হাবীব, রাজবাড়ী : সকালে জেলা বিএনপির উদ্যোগে বিরাট গণমিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এখানে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুসহ জেলা বিএনপির নেতারা।