সিট নিয়ে বানরের পিঠা ভাগ সম্ভব নয় : কাদের
মনোনয়ন না পেয়ে কেউ কেউ অসন্তুষ্ট হলেও আসন নিয়ে বাণিজ্য সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি বলছি যে এখানে সিট নিয়ে বানরের পিঠা ভাগ সম্ভব নয়। যিনি জেতার মতো, সার্ভে রিপোর্টে যার বিষয়টা যাচাই-বাছাই করে পাওয়া গেছে, সার্ভে রিপোর্টে যার জেতার সম্ভাবনা আমরা তাকেই মনোনয়ন দিয়েছি।’
আজ রোববার দুপুরে ফেনী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, ‘এখানে একটু দুঃখ তো থাকবেই। কষ্ট থাকবে, অভিযোগ থাকবে। এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। ক্ষোভ প্রশমন হবে। অনেক সময় চারজনই যোগ্য লোক, সেখানে একজনকে দিতে হয়। বাকি তিনজন যোগ্য লোকের মনে কষ্ট থাকবে, ক্ষোভ থাকবে। সেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি।’
তবে ক্ষমতায় এলে মনোনয়নবঞ্চিতদের সম্মানিত করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন সরকার যদি ক্ষমতায় আসে, আমরা যদি এই জোট পুনরায় ক্ষমতায় আসি, তাহলে জোটের যে প্রার্থীরা, শরিকরা বঞ্চিত হয়েছে, আমার বিশ্বাস, আমরা তাদের সম্মানিত করতে পারব। সেটা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার মাথায় আছে। আমাদের দলের যারা মনোনয়নবঞ্চিত, আমাদের শরিকদেরও যারা মনোনয়ন বঞ্চিত, ক্ষমতায় ফিরে এলে আমরা তাদেরও মর্যাদার আসন দেওয়ার, মূল্যায়ন করার চেষ্টা আমরা করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘মন্ত্রী-এমপি হিসেবে আমি কোনো সুযোগ-সুবিধা নিচ্ছি না। আচরণবিধি লঙ্ঘন করছি না। আমি আচরণবিধি মেনেই চলছি। খালেদা জিয়া আদালতের আদেশে কারাগারে আছেন। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’
আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এরশাদের বিদেশে যেতে কোনো বাধা নেই। আজও ইচ্ছা করলে তিনি বিদেশ যেতে পারবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশটা বিঘ্নিত হবে না, যদি বিএনপি বিঘ্নিত না করে। তারা তাদের নিজেদের ঘরেই এলোমেলো অবস্থায় আছে। তাদের গুলশান অফিস, পল্টন অফিস বারবার আক্রান্ত হচ্ছে। বারবার তালা লাগছে। এখন তো এটা ঐক্যফ্রন্ট এবং বিএনপির অভ্যন্তরীণ সমস্যা। বিশেষ করে বিএনপির। তারাই তো মূল দল ঐক্যফ্রন্টের। লন্ডন থেকে নির্দেশ আসে, সেই নির্দেশেই কামাল সাহেবসহ অন্য যারা আজকে ঐক্যফ্রন্ট পরিচালিত করছে। এখন মনোনয়ন নিয়ে আমি যে কথা বলেছি, আজকে সেটাই তো সত্য। সেটাই তো সত্য বলে প্রমাণিত হচ্ছে। কারণ তাদের দলের মনোনয়নবঞ্চিতরা গুলশান অফিসে হামলা চালাচ্ছে। ভাংচুর করছে। সেটি তো ভিডিও ফুটেজ আছে। নাথিং সিক্রেট হিয়ার। এভরিথিং ইজ ওপেন সিক্রেট।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘তোপের মুখে বারবার পড়ছেন বিএনপির মহাসচিব। তো এই অবস্থায় তারা তাদের সংকটের জন্য যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ায়, তাহলে দেশে এমন কোনো সংকট নেই বা হবে এমন কোনো আশঙ্কা নেই। এবং নির্বাচনী পরিবেশের কোনো সংকট নেই। সংকট বিএনপির অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ সংকটের জন্যই তারা যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ায়, তাহলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী বাংলাদেশ একটা ক্রেডিবল ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করবে নির্বাচন কমিশন।’
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী পৌর মেয়র হাজি আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।