টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পোড়াবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিয়ারা গ্রামের রেজাউল করিম শ্যামল (৩২)ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মাহিন্দ্রা চালক শামছু মিয়া (৪৫)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ ছাড়া এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হক জানান,
পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা উপজেলার পোড়াবাড়ি এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার এক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুজনের মুত্যু হয়।