পটুয়াখালীতে নদীতে পুলিশের লাশ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীতে নিখোঁজ এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার নিখোঁজের ১৫ ঘণ্টা পর উপজেলার গহিনখালী নদী থেকে ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
ওই পুলিশ সদস্যের নাম ফিরোজ আহমেদ। তিনি রাঙ্গাবালী থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর থানার শিকারপুর গ্রামে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, গত রোববার রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াছিন, কনস্টেবল মিজানুর রহমান ও ফিরোজ গহিনখালী নদীতে টহলে বের হন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রলারের সঙ্গে তাঁদের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজনই নদীতে পড়ে যান। ইয়াছিন ও মিজান ট্রলারে উঠতে পারলেও ফিরোজ ব্যর্থ হন।
সে সময় মাছের ট্রলারে থাকা দুই ব্যক্তিকে আটক করা হলেও হাতকড়া লাগানো অবস্থায় তারা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি।
আহত ইয়াছিন ও মিজানকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।