সনি এক্সপেরিয়া জেওয়ান
সনি নিয়ে এসেছে তাদের ‘সিম ফ্রি’ মোবাইল হ্যান্ডসেট এক্সপেরিয়া জেওয়ান কমপ্যাক্ট (ডি৫৭৮৮)। সেটটি ছাড়া হয়েছে জাপানের বাজারে। এপ্রিলের ২০ তারিখ থেকে ভারতের বাজারেও পাওয়া যাবে সেটটি। ভারতে এর দাম ধরা হয়েছে ৩০ হাজার রুপি।
সিম ফ্রি মোবাইল সেট বলতে বোঝানো হয়, যে সেটটিতে যেকোনো দেশের যেকোনো অপারেটরের সিমকার্ড ব্যবহার করা যাবে। এর জন্য আলাদাভাবে ‘আনলক’ করার ঝামেলা পোহাতে হবে না। এটাই সনির প্রথম এলটিই কমিউনিকেশন সেট। এতে রয়েছে এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) প্রযুক্তি।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিংয়ে। রয়েছে ৭২০ x ১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৪.৩ ইঞ্চি এইচডি পর্দা। ২.২ গিগাহার্টজের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর এবং ২ জিবি র্যাম।
সেটটির ভেতরে রয়েছে ১৬ জিবি বিল্ট ইন মেমোরি স্টোরেজ। এক্সপেরিয়া জেড থ্রি সেটের মতোই ফোনটিতে রয়েছে ২০.৭ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোর জি এলটিই, জিপিএস/এ-জিপিএস। ব্লুটুথ ৪.০ এবং এনএফসি। দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখবে ২৩০০ এমএএইচ রিমুভ্যাবল ব্যাটারি। ১৩৮ গ্রাম ভারি সেটটিতে রয়েছে পানি এবং ধুলো থেকে রক্ষার প্রযুক্তি।