পাঁচ কীর্তিমান লেখকের বই প্রকাশ
দেশের পাঁচ কীর্তিমান লেখক সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, হায়াৎ মামুদ, সনৎকুমার সাহার পাঁচটি প্রবন্ধগ্রন্থ নিয়ে চন্দ্রাবতী একাডেমি প্রকাশ
করেছে পাঁচটি প্রবন্ধগ্রন্থ। গতকাল শুক্রবার, ২০ মার্চ, বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
গ্রন্থগুলো হলো- সিরাজুল ইসলাম চৌধুরীর রাষ্ট্র ও সংস্কৃতির সামাজিকতা, আনিসুজ্জামানের আত্মপরিচয় ভাষা-আন্দোলন স্বাধীনতা, হাসান আজিজুল হকের
কথা কথাসাহিত্য, হায়াৎ মামুদের বাংলাদেশ : সাংস্কৃতিক ও আত্মপরিচয় এবং সনৎকুমার সাহার রবীন্দ্রনাথ : তাঁর আলোয় তাঁর ছায়ায়।
প্রকাশনা উৎসব অনুষ্ঠানটি সঞ্চলনা করেন স্বনামধন্য শিশু সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী
পরিচালক কামরুজ্জামান কাজল। তিনি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি নিখুঁতভাবে বই করার। আমাদের সহযোগিতা করার জন্য পাঁচ কীর্তিমান লেখকের কাছে আমরা কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কবি ও কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক-প্রাবন্ধিক আবুল মোমেন, প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন এবং সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লেখক ও অনুবাদক মাসরুর আরেফিন।
নতুন বই প্রকাশ সম্পর্কে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘চন্দ্রাবতী একাডেমি অনেক ভালো একটি কাজ করেছে। কারণ অনেক প্রবন্ধ আমার সংগ্রহেও নেই। তাদের প্রচেষ্টায় কিছু ভালো বই হলো যা দেশ ও জাতির অনেক উপকারে লাগবে। তরুণসমাজ বইগুলো পড়ে অনেক উপকৃত হবে।’