সাংবাদিকদের ভূমিকা অন্য পেশার চেয়ে গুরুত্বপূর্ণ : গণপূর্তমন্ত্রী
রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকদের ভূমিকা অন্য যেকোনো পেশার চেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
গতকাল শনিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের একটি লেখনী রাষ্ট্র ব্যবস্থার চোখ খুলে দিতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভুল পরিকল্পনার বিরুদ্ধে সাংবাদিকদের একটি লেখনী সরকারের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সতর্ক করে দিতে পারে। খারাপের বিরুদ্ধে একটি তথ্য দেওয়ার মধ্য দিয়ে সরকারকে সতর্ক করাই শুধু নয়, খারাপের বিরুদ্ধে কাজ করার জন্য রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করতে পারে। এ জন্য দীর্ঘকাল ধরে পরিচিত ও প্রতিষ্ঠিত একটি শব্দ, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এত বড় উপাধি কিন্তু আর কাউকে দেওয়া হয়নি।
নেতিবাচক সংবাদ পরিহার করার আহ্বান জানিয়ে পিরোজপুরের সাংবাদিকদের উদ্দেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘নেতিবাচক সংবাদ যতটা পারা যায় পরিহার করুন। গঠনমূলক সমালোচনা অবশ্যই করুন। কারণ এই সমালোচনার মধ্য থেকেই সরকার এবং আমরা সংশোধিত হওয়ার সুযোগ পাব।’
অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি গুরুত্ব দিয়ে রেজাউল করিম বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন। যার ভেতর থেকে কোথায় কী অপকর্ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে সেটা আমরা জানতে পারব। সে ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব।’
‘ইভ টিজিং, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা সংবাদ পরিবেশন করুন। তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবো। একজন তদন্ত কর্মকর্তা থানায় বসে যে রিপোর্ট দিতে পারেন, তার চেয়ে অনেক বড় রিপোর্ট সাংবাদিক দিতে পারেন।’
সংঘাতের রাজনীতি, ধ্বংসের রাজনীতি মানুষের ও সমাজের কল্যাণ করতে পারে না উল্লেখ করে মন্ত্রী রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটেও কিছু অপরাজনীতি হয়েছিল। অনির্দিষ্ট আন্দোলনের নামে দেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। পেট্রলবোমা, রাস্তাঘাটে হানাহানি, রাস্তাঘাট কেটে ফেলা, ঘরবাড়ি পুড়িয়ে ফেলা, প্রিসাইডিং অফিসারকে খুন করা, টেলিফোন করে, মেসেজ দিয়ে ভোটকেন্দ্রে আসতে না করা সবকিছু মিলিয়ে এমন সব অনাকাঙ্ক্ষিত অবস্থা হয়েছিল যে ঢাকা মেডিকেলের আশপাশে যাওয়া যেত না। এত মানুষ পোড়ার গন্ধ বের হতো যে সে গন্ধের ভয়ে অনেকে ওই এলাকায়ও যেতেন না। সেই বীভৎস অবস্থার রাজনীতি কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী রেজাউল করিম। তিনি বলেন, ‘অপরাজনীতির অবস্থা থেকে উত্তরণ করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে এবং তাঁর সততার সঙ্গে গোটা জাতিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রের প্রাথমিক পর্ব, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। আমরা আশা করি, অবিলম্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’