রাবি শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থীদের বিজয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ’ (হলুদ প্যানেল) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করেছে। বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ’ (সাদা প্যানেল) একটি পদে জয়লাভ করেছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক হাবিবুর রহমান। নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং সাধারণ সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. এম রেজাউল করিম (বাদল) জয়লাভ করেছেন।
হলুদ প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের ড. এম রফিকুল আহসান রঞ্জু, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের ড. এম ওমর ফারুক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাতিল সিরাজ শুভ। সদস্যরা হলেন বাংলা বিভাগের ড. মিজানুর রহমান খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মো. ফিরোজ আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এ কে এম আখতার হোসেন লিটন, ফিশারিজ বিভাগের সৈয়দা নুসরাত জাহান শম্পা, ভাষাবিজ্ঞান বিভাগের ড. মো. রেজাউল করিম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শেখ মো. নুরুল্লাহ, আইন বিভাগের ড. মো. আব্দুল আলীম, ইতিহাস বিভাগের ড. মোর্তুজা খালেদ দিপু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আনসার উদ্দিন।
অপর দিকে সাদা প্যানেল থেকে একমাত্র সংগীত বিভাগের শিক্ষক সানজিদা মঈদ রুনা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে এক হাজার ১৭০ জন শিক্ষকের মধ্যে ৯৬০ জন ভোট দিয়েছেন।