বাজারে আসছে গ্যালাক্সি এস৬, এস৬ এজ
আর মাত্র কয়েকদিন পরেই বাজারে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি সিরিজের বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬, সাথে এসেছে এর একটি বিশেষ সংস্করণ গ্যালাক্সি এস৬ এজ। আইফোন ৬-এর সাথে সাথে যেমন আইফোন ৬ প্লাস, তেমনই যেন গ্যালাক্সি এস৬-এর সাথে এই এজ! প্রতিবেশী দেশ ভারতের প্রযুক্তি বাজারে এপ্রিলের ১০ তারিখ থেকে পাওয়া যাবে ফোন দুটি, জানা গেল টাইমস অব ইন্ডিয়ার খবরে। এদিকে, বাংলাদেশে এরই মধ্যে ফোনটির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে।
গ্যালাক্সি এস৬ এজের বিশেষত্ব হচ্ছে, মোবাইলের দুই পাশে ঢালু হয়ে যাওয়া বিশেষ বাড়তি স্ক্রিন। গত বছর ‘গ্যালাক্সি নোট এজ’ ফোনটিতে এই প্রযুক্তি ব্যবহার করেছিল স্যামসাং, তবে শুধুই একপাশে।
গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ ফোন দুটির পেছনে এবং সামনের দিকে গ্লাস এবং মেটালের ফ্রেম থাকবে। স্যামসাং জানিয়েছে, তারা ফোন দুটির জন্য বিশেষভাবে শক্ত মেটাল ব্যবহার করেছে। সেরা পিক্সেল ডেনসিটি সম্পন্ন সুপার অ্যামোলেড স্ক্রিনটির আকৃতি ৫.১ ইঞ্চি। এ মুহূর্তে এই মোবাইলের পিক্সেল ডেনসিটি স্মার্টফোনের বাজারে সবচেয়ে সেরা মানের হতে যাচ্ছে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা-কোর এক্সাইনোস সেভেন প্রসেসর। এই প্রথমবারের মতো কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কোয়ালোকম প্রসেসর ব্যবহার না করে নিজস্ব প্রসেসর ব্যবহার করল স্যামসাং। অবশ্য, এতে করে পূর্ববর্তী মোবাইলের চেয়ে আরো ৩৫ শতাংশ দ্রত কাজ করতে পারবে এই নতুন মোবাইল, এমনটাই ধারণা নির্মাতাদের। ডিডিআর থ্রি-এর বদলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোর র্যাম। এই ফোনগুলোতে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না। ফোনগুলো ৩২, ৬৪ এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধাসহ পাওয়া যাবে।
মূল ক্যামেরা থাকছে ১৬ মেগাপিক্সেল। এর মাধ্যমে যেকোনো অবস্থায় তোলা ছবি বা ভিডিও ঝাঁকুনি ছাড়া ধারণ করা যাবে এবং সেগুলো উজ্জ্বল হবে। ক্যামেরার জন্য রয়েছে বিশেষ অ্যাপ, যার মাধ্যমে এক সেকেন্ডেরও কম সময়ে দারুণ ছবি তোলা সম্ভব হবে। ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। ফোন দুটির ব্যাটারি নন-রিমুভেবল, মাত্র ১০ মিনিট চার্জ দিলেই চার ঘণ্টা দিব্যি চালানো যাবে ফোন। আইফোনের অর্ধেকেরও কম সময়ে ফুল চার্জ দেওয়া যাবে এই নতুন ফোন দুটি।
ভারতীয় বাজারে ফোনগুলো স্টোরেজের সাপেক্ষে প্রায় ৫০ হাজার থেকে ৭০ হাজার রুপিতে পাওয়া যাবে। বাংলাদেশে যে দুটি মডেলের প্রি-অর্ডার অফার এসেছে, সেগুলোর দাম প্রায় ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার মতো।