মুন্সীগঞ্জে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে জরিমানা, ব্যবসায়ীদের প্রতিবাদ
প্লাস্টিকের ব্যাগে চাল মজুদ করার অভিযোগে মুন্সীগঞ্জ সদর বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জোহরা আজ সোমবার এ জরিমানা করেন।
তবে আদালতের এ অভিযানের প্রতিবাদে ব্যবসায়ীরা আজ বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত শতাধিক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন।
ভ্রাম্যমাণ আদালত আজ বেলা ১২টার দিকে সদর বাজারের জাকির স্টোরকে এক হাজার, আহাদ স্টোরকে দেড় হাজার এবং শিহাব স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন। প্লাস্টিক ব্যাগ তথা পলিব্যাগে চাল মজুদ করায় ওই জরিমানা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জোহরা।
শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন এনটিভি অনলাইনকে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিরুদ্ধে বেলা ১২টার দিকে বাজারের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যবসায়ী সমিতির নেতাদের আগামী দুই মাস বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ থাকার আশ্বাস দেন বলে জানান আরিফ হোসেন।