লেনোভো কে-থ্রি নোট
লেনোভো নিয়ে এসেছে নতুন ফ্যাবলেট (স্মার্টফোন ও ট্যাবলেট ) লেনোভো কে-থ্রি নোট। প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হয়েছে ফোরজি এলটিই প্রযুক্তির এই ফ্যাবলেট।
মাত্র কয়েক দিন আগেই বাজারে আসে লেনোভো এ-সেভেন থাউজেন্ড। এই মডেলের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে কে-থ্রি মডেলের। এতে রয়েছে ডুয়েল সিম সুবিধা, অ্যানড্রয়েড ৫ দশমিক শূন্য ললিপপ অপারেটিং সিস্টেম।
৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের ফুল এইচডি ফ্যাবলেটটিতে রয়েছে ৪০১ পিপিআই পিক্সেল ঘনত্বের ১০৮০ x ১৯২০ পিক্সেল রেজ্যুলেশন। ৬৪ বিট ১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টা কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ২ জিবি র্যাম।
ফ্যাবলেটটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের। বিল্টইন মেমোরি ১৬ জিবির। এ ছাড়া বাড়তি ৩২ জিবির মাইক্রোএসডি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি (টিডি-এলটিই/এলটিই), ওয়াইফাই, জিপিএস/এ-জিপিএস, ব্লুটুথ ও মাইক্রোইউএসবি।
বড়পর্দার এই ফ্যাবলেটটিতে চার্জ ধরে রাখবে তিন হাজার এমএএইচের ব্যাটারি। ফ্যাবলেটটির ওজন মাত্র ১৫০ গ্রাম।
চীনে এর দাম ধরা হয়েছে ৮৯৯ ইয়ুন এবং ভারতের বাজারে ফ্যাবলেটটি পাওয়া যাবে নয় হাজার রুপিতে।