আসুসের জেনফোন টু সিরিজ
এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের বাজারে আসবে আসুস জেন ফোন টু সিরিজের বেশ কয়েকটি মডেল। এই সিরিজের ফোনগুলোর হার্ডওয়্যার ও সফটওয়্যারে থাকছে নানা রকম অপশন।
৫ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি দুই ধরনের পর্দায় পাওয়া যাবে ফোনটি, রয়েছে ফোর জিবি র্যাম । তাইওয়ানের প্রতিষ্ঠান আসুসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
ফোনগুলোর ইন্টারনাল মেমোরি ৬৪ জিবির। জেন ফোন টু সিরিজের রয়েছে বেশ কয়েকটি মডেল। স্পেসিফিকেশনের তফাৎ ভেদে এর দামেও রয়েছে তারতম্য।
সব মডেলেই রয়েছে আসুসের নতুন জেন ইউআই-ভিত্তিক গুগলের অ্যানড্রয়েড ৫.০ ললিপপ, রয়েছে ইন্টেলের অ্যাটম এসওসিএস। এর মধ্যে জেডই ৫৫১ এম এল মডেলের রয়েছে ৬৪ বিটের ২.৩ গিগাহার্জের কোয়াড কোর- ইন্টেল অ্যাটম জেড ৩৫৬০ প্রসেসর।
জেনফোন টু জেডই ৫৫০ এমএল মডেলে রয়েছে জেড৩৫৬০ চিপসেট। জেডই ৫০০সিএল মডেলে রয়েছে ১.৬ গিগাহার্জের ডুয়েল কোর ইন্টেল অ্যাটম জেড২৫৬০ প্রসেসর।
সব মডেলেই রয়েছে ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়তি মেমোরি যোগ করার সুবিধা।
ভারতের বাজারে এই সিরিজের দাম শুরু হতে পারে ২০ হাজার রুপি থেকে। এ ছাড়া কিছুদিন আগে জেনফ্ল্যাশ এবং ললিফ্ল্যাশ নামের দুটি স্মার্টফোন একসেসরিজ সিরিজ বাজারে এনেছে আসুস।