ঢাবির সূর্য সেন হলে রেলিং ভেঙে আহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের পুরাতন রেলিং ভেঙে দুজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০টার দিকে হলের খেলার মিলনায়তনের বাইরের রেলিং ধসে পড়ে। এতে রেলিংয়ের নিচে থাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দোকান কর্মচারী শাহপরান (১২) আহত হয়। শাহপরানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত শিক্ষার্থীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
সূর্য সেন হলের প্রভোস্ট এস এম মাকসুদ কামাল বলেন, ‘হলটি অনেক পুরাতন হওয়ায় এ ধরনের আশঙ্কা আমরা সব সময়ই করি। সব সময়ই ভয়ের মধ্যে থাকি। এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি। অচিরেই একটা ব্যবস্থা নেওয়া হবে।’