এইচটিসি ওয়ান এমএইটএস
গত বছর তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইচটিসি বাজারে এনেছিল এইচটিসি ওয়ান এমএইট। এবার তারই আরেকটি উন্নত সংস্করণ ‘ওয়ান এমএইটএস’ বাজারে এনেছে তারা। প্রাথমিকভাবে ইউরোপের বাজারে ছাড়া হয়েছে এসব ফোন।
পুরোটাই মেটাল বডির তৈরি এই সেট চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক শূন্য ললিপপ অপারেটিংয়ে। সঙ্গে রয়েছে এইচটিসি সেন্স সিক্স স্কিন। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়ো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ১০৮০ x ১৯২০ পিক্সেলের ৫ ইঞ্চি পর্দার সুরক্ষার জন্য থাকবে কর্নিয়া গরিলা গ্লাস থ্রি।
৬৪ বিটের ১ দশমিক ৭ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা কোর প্রসেসরের সঙ্গে থাকছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরো ১২৮ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে।
চার্জ ধরে রাখার জন্য রয়েছে ২,৮৪০ এমএইচের ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে ফোরজি এলটিই, জিপিএস/এ জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ৪ দশমিক ১ এবং এনএফসি।
গ্ল্যাসিয়াল সিলভার, গানমেটাল গ্রে এবং আম্বার গোল্ড—এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। এনডিটিভি জানিয়েছে, ভারতের বাজারে ৩৫ হাজার রুপি দাম হতে পারে এটির।