টাঙ্গাইলে ‘শতবর্ষীকে ধর্ষণ’, কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধার বয়স ১০০ বলে জানিয়েছে স্থানীয়রা।
গত ২০ মে নিজ বাড়িতেই ধর্ষণের শিকার হন ওই বৃদ্ধা। বুধবার রাতে ওই বৃদ্ধার ছেলে মধুপুর থানায় মামলা করলে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গ্রেপ্তার হওয়া ওই কিশোর টাঙ্গাইলের নির্বাহী বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ধর্ষিতার পরিবার।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকালে অনেকটাই পজিটিভ মনে হয়েছে। হাই ভেজাইনাল সোয়াবের রিপোর্টের পরে নিশ্চিতভাবে বলা যাবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আটক কিশোর প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। দ্রুততম সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করা হবে বলেও জানান সঞ্জিত কুমার।