ধ্বংসস্তূপের পাশে ইফতার
ছবিটি দেখুন। বেশ লম্বা টেবিলের মতো বানানো। দুই পাশে চেয়ার। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ইফতার করছে। টেবিলটার ওপর কিছু খাবার দাবার। ভাগ করেই এসব খাবার খাচ্ছে তারা।
ফিলিস্তিনের গাজা এলাকার দৃশ্য এটি। সম্প্রতি রয়টার্স ছবিটি প্রকাশ করেছে নিজেদের ওয়েবসাইটে। ছবিতে দেখা যায়, ওই ইফতার আয়োজনের পেছনেই বিধ্বস্ত ভবন। ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত হয়ে আছে ওই এলাকা।
ছবিতে দেখা যায় বোমায় একেবারেই ধসে মাটিতে মিশে গেছে একাধিক ভবন। আছে একটি গাড়িও, যার পুরোটাই বিধ্বস্ত। উড়ে গেছে এর চাকাগুলো, রয়ে গেছে ধ্বংসাবশেষ।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই রমজান মাসেই ইসরায়েল গাজায় দুইশরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সামরিক বাহিনীকে গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের দাবি, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে সাড়ে চারশো রকেট নিক্ষেপ করা হয়েছে।
সংবাদমাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যেগর্ভবতী নারী ও শিশুও আছে।